Like & share

Saturday, May 20, 2017

কি আছে নতুন osms বা অনলাইন স্যালারি সিস্টেমে ?

নতুন ও.এস.এম. এস এ দুটি জেলাতে চালু হয়েছে,বাকি জেলাগুলোতে চালু হতে চলেছে পরের মাসে । বেশির ভাগ জেলাতে চলছে ট্রেনিং এর ব্যবস্থা । কি নতুন আছে এই নতুন অনলাইন ব্যবস্থাপনায় ? 1. পরিবর্তন করা হয়েছে সার্ভার । আগে ছিল এন এই সি এর সার্ভারে । এবার সেই সার্ভার নিয়ে আসা হয়েছে রাজ্যের নতুন সার্ভারে ।
2. ডাইস কোডের বদলে নতুন এই ডি দিয়ে লগ ইন করতে হবে ।
3. প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি ছাড়া বেতন ফাইনালাইজ করা যাবে না ।
4. বেতনের পি এফ, ইনকাম ট্যাক্স ও লোন রিকভারি ছাড়া কোনো অংশ পরিবর্তন করা যাবে না।
5. ১০,২০,১৮ বছরের ইনক্রিমেন্ট এর আলদা ফরম জুড়ে দেওয়া হয়েছে ।



loading...


6. ট্রান্সফার এর ক্ষেত্রে ওই শিক্ষকের প্রোফাইল নতুন বিদ্যালয়ে নতুন করে আপলোড করতে হবে না। পুরাতন বিদ্যালয় তার প্রোফাইল ট্রান্সফার করে দেবে সেই বিদ্যালয়ে ।
7. স্যালারি টেবিলে পার্ট স্যালারি , নো স্যালারি ও ফুল স্যালারি অপশন দেওয়া হয়েছে।
8. সব বেতনের ক্যালকুলেশন সব সিস্টেম করে দেবে।
9.ব্যাঙ্ক একাউন্ট পরিবর্তন করার নতুন অংশ দেওয়া হয়েছে।
10.এই সাইটের তথ্য ই-সার্ভিস বুক ও ই-পেনশনের সাথে পরবর্তী ধাপে যুক্ত করা হবে।
11. নতুন মোবাইল এপ্লিকেশন আনা হবে যার সাহায্যে সব শিক্ষকরা তাদের স্যালারি স্লিপ ডাউনলোড করতে পারবেন, পি এফ সম্বন্ধে জানতে পারবেন ।

ভিডিওতে দেখুন



#osms , new version of online salary management lunched , #I-osms , new features added in new OSMS for the education department of West Bengal , in next step it will integrate with e-service book and e-pension system.

No comments:

Post a Comment

WBCHSE all subject's subject code

WBCHSE all subject subject code Set I Physics (PHYS) or Nutrition (NUTN) Chemistry (CHEM)or Geograph y (GEGR) Economics (ECON) or...