Like & share

Wednesday, February 26, 2020

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর পেনশনভোগীদের জন্য নোটিফিকেশন জারি করেছে কি কি সুবিধা পাবেন জানুন

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর পেনশনভোগীদের জন্য নোটিফিকেশন জারি করেছে এবং সেটির গেজেটেড হয়ে গেছে 14-2-2020  তারিখে । এই নোটিফিকেশনে বলা হয়েছে কিভাবে 1-1 -2016 পরে যারা  অবসর নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেগুলি অনুদানপ্রাপ্ত বা পোষিত সে সব শিক্ষক বা শিক্ষা কর্মী 1-1 -2016 বা তারপরে অবসর নিয়েছেন তাদের সবথেকে প্রথমে 2009 এর রোপার বেতন  থেকে ফিক্সেশন করে তাদের নতুন  2019 এর বেতন নির্ধারণ করতে হবে ।

তাদের নতুন বেসিক নির্ধারিত হওয়ার পরে তাদের অবসর এর দিনে তাদের পেনশন এবং কমিউটেড  ভ্যালু কিংবা তাদের জন্য কত টাকা তিনি পাবেন তার হিসাব করতে হবে । সেইসঙ্গে পে-ফিক্সেশন এবং নতুন পেনশন এর জন্য যে নির্ধারিত ফর্ম  আছে সে ফর্ম ফিলাপ করে দিতে হবে সংশ্লিষ্ট এস আই আফিসে যে এসআই অফিসে আন্ডারে থেকে তিনি অবসর গ্রহণ করেছেন সেই এসআই অফিসে । জুনিয়র ,মাধ্যমিক এবং এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষা কর্মী সেই ফর্ম  ফিলাপ করে জমা দেবেন সেই স্কুলের প্রধান শিক্ষককে দুটো ক্ষেত্রেই এবং প্রধান শিক্ষক মহাশয় সংশ্লিষ্ট অফিসে পাঠাবেন ।
 পেনশনের হিসাব  এবং Commutation ভ্যালু নিজে নিজেই হিসেব করতে পারবেন  খুব কম সময়ে ।  কি করে পেনশনের হিসাব  করবেন তা জানতে নিচে দেওয়া যে ভিডিওটি আছে সে ভিডিওটি দেখতে পারেন ।
এরপর যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্টে কমেন্ট করুন । আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব।

Calculation of pension,commutation ,Gratuity as per ROPA 2019 for Education department and Teacher






নোটিফিকেশন ডাউনলোড করার জন্য ক্লিক করুন 

No comments:

Post a Comment

WBCHSE all subject's subject code

WBCHSE all subject subject code Set I Physics (PHYS) or Nutrition (NUTN) Chemistry (CHEM)or Geograph y (GEGR) Economics (ECON) or...