সে ক্ষেত্রে সব থেকে প্রথমে OSMS এ লগইন করতে হবে । লগইন করার পর মাস্টার ডিরেক্টরি তে নতুন অপশন পাবেন ROPA 2019 PAY FIXATION ।
প্রত্যেকটি কি নামের পাশে পাশে দুটি করে অপশন পাবেন view ও Edit । পে ফিক্সশেসন করার জন্য এডিট এ চলিক করুন , তাহলে নীছে দেওয়া ছবির মতো একটা পেজ আসবে সেই ব্যাক্তির যার নামে পাশের বাটনে ক্লিক করেছেন ।
এবার সে ব্যক্তির পে ফিক্সশেসন এর জন্য তিনি যে তারিখ থেকে আপশ্ন দিয়েছেন সেই তারিখটি দিন W.E.F date এ । এর পরে আছে Reason . এই ঘরে প্রথম লাইনের জন্য সিলেক্ট করতে হবে Change Ropa এবং এর পর দিতে সিলেক্ট করতে হবে পায় স্কেল , পে ইন পে ব্যান্ড , AGP । এগুলি সিলেক্ট করলে বাকি ঘর গুল নিজে নিজে গণনা করে বসিবে নেবে সাইট। রোপা ২০১৯ এর ন্রতুন বেসিক ও গণনা ও হযে যাবে । পরে আমাদের তার পরের ইনক্রিমেন্ট দেখানোর জন্য পাশে যে + চিহ্ন আছে তাতে ক্লিক করতে হবে । তাতে কিল্ক করলে এই লাইনের মতো আবার একটা নতুন লাইন যোগ হবে তাতে তার পরের ইনক্রিমেন্ট এর তথ্য দিতে হবে । যেমন ছবিতে দেখানো হয়েছে ।
এর পরের লাইনে তার পরের ইনক্রিমেন্ট এর তারিখ সিলেক্ট করুন ও REASON ঘরে কারণ লিখুন । যদি ANNUAL INCREMENT , 10/20 years INCREMENT হয় তাহলে সেক্ষেত্রে বাকি তথ্য অটোমেটিক নিয়ে নেবে । রোপা ২০১৯ এর ন্রতুন বেসিক ও গণনা ও হযে যাবে রোপা ২০১৯ এর ঘরে । REBISED PAY ও কোন লেভেলে সেটা ফিট হচ্ছে তাও উল্লেখ থাকবে ।
সমস্ত তথ্য দেওয়ার পর নীচের ছবির মতো দেখাবে ।
সব তথ্য দেওয়া হয়ে গেলে শেষ বেসিক টি সেই ব্যক্তির ২০১৯ এর ডিসেম্বার মাসের বেসিকের সাথে মিলে যাবে ।
সমস্ত প্রদেয় তথ্য ঠিক থাকলে নীচের দেওয়া SUBMIT FIXATION এ ক্লিক করে সেটা সাবমিট করবেন ।
আরও বিশদে জানতে নিচের দেওয়া ভিডিওটি দেখুন ঃ
No comments:
Post a Comment