Like & share

Wednesday, November 25, 2020

কি ভাবে এক্সেল সিটের দ্বারা আপনার ট্যাক্সের হিসেব করবেন আপানর মোবাইল থেকেই

To Download the excel file CLICK HERE

এই সফটওয়্যার ব্যবহারের প্রণালী নীচে বর্ণনা দেওয়া হল :-  (শুধু মাত্র সাদা বক্স ডটা এন্ট্রি করার জন্য )

১) STAFF DATA :- প্রথমে স্টাফ ডেটা ট্যাবে আপনার স্কুলের সকল স্টাফদের নাম, উপাধি,পদ, প্যানকার্ড নাম্বার, মার্চ মাসের পে লেভেল, বেসিক 

পে ও পিএফ এর পরিমাণ দিয়ে রাখুন। এই শিটটি একবার তৈরি হলে আলাদা করে ফাইলটি সেভ করে রাখুন। সফটওয়ারটি 

 

যতবার আপডেট হবে তাতে এই ডাটা গুলি কপি পেষ্ট করে দেবেন। স্টাফ ডিটেইলস পুরন করার পর চলেযান ডাটা এন্ট্রি শিটে।

২) DATA ENTRY:- ডাটা এন্ট্রি শিটে প্রথম কাজ নামের ড্রপ ডাউন লিষ্ট থেকে স্টাফের নামটি সিলেক্ট করা । সঙ্গে সঙ্গে স্টাফটির বেসিক, উপাধি, পে লেভেল,

 

পদ, পিএফের টাকা নির্দিষ্ট বক্সে চলে আসবে। একবার মিলিয়ে নেবেন। তারপর সেই ব্যক্তি কোন ট্যাক্স রিজিম নিয়েছেন সেটি সিলেক্ট করুন।

এই শিটে বিভিন্ন অপশন গুলির একটু বিবরন নিচে দেওয়া হল :-

 

২.১) BASIC PAY>>   আথিক বছরের মার্চ মাসের বাসিক পে যা আপনি পেয়েছেন সেটাই বোঝানো হয়েছে। (pay level মিলিয়ে নেবেন।)    

২.২) HOUSE RENT ALLOWANCE ( H.R.A) >> আথিক বছরের মার্চ মাসের হাউজ রেন্ট  যা আপনি পেয়েছেন সেটাই বোঝানো হয়েছে।

২.৩) T.I.C ALLOWANCE >> আপনি যদি HEAD MASTER/ MISTRESS বা TIC হয়ে থাকেন তবে বেছে  নিন আপনার ভাতার পরিমান।

 

 

২.৪) CONV. ALLOWANCE(FOR PH EMPLOYEE ONLY)>>  আপনি যদি একজন প্রতিবন্ধী হয়ে থাকেন তবে বেছে  নিন আপনার ভাতার পরিমান।

২.৫) BONUS >> আপনি যদি এই আ্থিক বছরে কোন BONUS পেয়ে থাকেন তবে তার পরিমান উল্লেখ করুন।

 ২.৬) INCOME FROM OTHERS SOURCE>>  বেতন বহি্ভূত কোন আয় থাকলে তার পরিমান উল্লেখ করুন।

 ২.৭) INCREMENT(STOP/10/18/20/PROMOTION) >> বি এড বা অন্য কোন কারনে আপনার INCREMENT বন্ধ হলে STOP INCREMENT OPTION YES করুন।   এছাড়া  আপনি যদি ১০/২০ বছরের বেনিফিট নিয়ে থাকেন তবে সেটি বেছে নিন ড্রপ বক্স থেকে এর পর সুচনার দিন ও মাস  ড্রপ বক্স থেকে বেছে নিন।      এ ছাড়া আপনি ১৮ বছরের PROMOTION বা নতুন  পদে  PROMOTION পেতে পারেন তখন ১৮ YEARS/PROMOTION অপশন বেছে নিন। এক্ষেত্রে আপনার নতুন  বেসিকের PAY LEVEL BASIC PAY বেছে নিন ড্রপ বক্স থেকে এর পর সুচনার দিন ও মাস  ড্রপ বক্স থেকে বেছে নিন।

 ২.৮) TDS >> TDS বলতে বোঝায় ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স । অর্থাৎ বেতনের সাথে আপনার বেতনের থেকে যা ট্যাক্স কাটা হয়। আপনি আলাদা করে  TDS ব্যাংকে ও জমা করতে পারেন । মাসে মাসে আপনি যা কাটিয়েছেন তার পরিমান গুলি মাস হিসাবে তুলে ধরুন এখানে। 

২.৯) BASIC TYPE >> এই শীটে প্রতি মাসের বেসিক নিজের থেকেই হিসাব হবে। কোনো কারণে আপনার অনিয়মিত বেসিক হলে তা অটোমেটিক পাওয়া অসম্ভব। তখন বেসিক টাইপটি manual করে নিন তার নিচে মাস হিসাবে বেসিক উল্লেখ করে দিন। 

২.১০) OVERDRAWN >> কোন মাসে আপনি যদি কোনটাকা বেতন থেকে ফেরত দিয়ে থাকেন  তার পরিমান গুলি মাস হিসাবে তুলে ধরুন । 

২.১১) RATE OF D.A >> 2020 তে কোনো DA নেই তবে যদি পরে দেয় তবে এখানে মাস হিসাবে পরিমান উল্লেখ করা হবে। 

২.১২) TAX BY CHALLAN >> আপনি চাইলে এডভান্স ট্যাক্স দিতে পারেন। তার পরিমান এখানে উল্লেখ করুন।

 ২.১৩) H.R.A RELAXATION >> বাড়ি ভাড়া বাবদ আপনি যদি ছাড় নিতে চান তাহলে প্রথমে অপশন এ YES করুন তারপর আপনার বাড়ি মেট্রো তে  হলে পরের option YES করুন । তারপর সারা বাছরে্র ঘর ভাড়ার পরিমান উল্লেখ করুন। এর ফলে যত টাকা আপনি ছাড় পেতে পারেন সেটা বেরিয়ে আসবে নিচে।

 

২.১৪) HEALTH SCHEME/SWASTHA SWATHI >> আপনি বা আপনার spouse সরকারি হেল্থ স্কীম যেমন স্বাস্থ্য সাথী বা সরকারি হেল্থ স্কীম  এর অধীনে থাকেন তবে অপশনটি YES করুন আর যে মাস থেকে লাগু হয়েছে সেটি উল্লেখ করুন। 

২.১৫) FOR TAX RELAXATION >> প্রতিবন্ধী কর্মীরা নিজেদের অবস্থান অনুযাই বাজেট ভেদে একটি ছাড় পান প্রতি বছর। সেই ছারের পরিমান উল্লেখ করুন। 

২.১৫.১) FOR HANDICAPPED >> PF বা ট্যাক্স বেনিফিট মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে পরিমান ছাড় নিতে চাইবেন তা এখানে উল্লেখ করবেন।

২.১৫.২) INCOME FROM M.F U/S 10 >>  PF বা ট্যাক্স বেনিফিট মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে পরিমান ছাড় নিতে চাইবেন তা এখানে উল্লেখ করবেন।

২.১৫.৩) SAVINGS INTEREST U/S 80TTA >> সেভিংস একাউন্টে প্রাপ্ত সুদের থেকে 10000 টাকা অবধি ছাড় পেতে পারেন এখানে।

২.১৫.৪) MEDICLAIM >>  বেতন থেকে কাটা হয়না এমন কোনো স্বাস্থ্য স্কিমে প্রিমিয়াম দিলে এখানে ছাড় নিতে পারেন।

২.১৫.৫) EXTRA BOX AS BLANK >> আপনি বিশেষ কোনো উল্লেখিত ক্ষেত্রের বাইরে ও কোনো ছাড় নিলে বিষয় উল্লেখ করে তার পরিমান লেখার একটি জায়গা পাচ্ছেন এখানে।

২.১৬) PF LOAN INSTALLMENT >> প্রতি মাসে আপনার PF এর লোন ইনস্টলমেন্ট এর পরিমান উল্লেখ করুন। (মার্চ থেকে ধরবে এটা । পরের মাস গুলিতে পরিবর্তনের অপশন নিচে আছে) 

২.১৭) PF AMOUNT CHANGING OPTION >> আপনি বছরে একটি বার pf পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন। মাস উল্লেখ করে নতুন P F এর পরিমান দিয়ে দিন।

২.১৮) SALARY SAVINGS >> pli বা lic বা gslic তে স্যালারি সেভিংস থাকলে প্রতি মাসে তার পরিমান উল্লেখ করুন। 

২.১৯) U/S 80C TAX REBATE OPTIONS >> pf, স্যালারি সেভিং সহ মোট 8টি ক্ষেত্রে ছাড় নেয়ার সুযোগ রয়েছে এই শীটে। বিষয় গুলো ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন। পাশে পরিমান উল্লেখ করুন। (বাৎসরিক হিসাবে ধরবেন) একটি others অপশন ও আছে। 

২.২০) HBL /HRL >> আপনি যদি বাড়ি রিপেয়ারিং লোন নিয়ে থাকেন তবে অপশনটি yes করুন এর পরে মোট সুদ ও আসলের পরিমান উল্লেখ করুন। 

২.২১) FOR REVISED BASIC, HRA OR OTHERS >> মার্চ মাসের পরে আপনার বেসিক, tic allowance, পে লেভেল, hra pf লোন ইনস্টালমেন্ট,   স্যালারি সেভিংস এর পরিমান পরিবর্তন হলে আগে উপরের অপশনটি YES করুন তারপর যে মাস থেকে পরিবর্তন হবে সেটা বেছে নিন। তারপর পরিমান উল্লেখ করবেন।  বেসিক পরিবর্তন করতে হলে আগে তার লেভেল বেছে নিতে হবে। (উপরের বেনিফিট যদি না হয় তবেই এটা নেয়া উচিত কারণ এটি পুরো মাসের পরিবর্তন হবে)

 ২.২২) ARREAR AMOUNT / OPTION >> বছরে কোনো এরিয়ার বিল পেলে পরিমান উল্লেখ করুন। এটি ছাড় নিতে চাইলে পাশের অপশনটি yes করুন।

 ৩) STATEMENT :- ডাটা এন্ট্রি শীট থেকেই এই শিটের সকল ডেটা আসছে। তাই এখানে এন্ট্রি করার মতন কোনো জায়গা নেই। শুধু 2টি জায়গায় পরিবর্তন করতে        পারেন। 1) যদি কোনো মাসে ফুল বেতনের পরিবর্তে কিছু দিন বা নীল বেতন পেয়ে থাকেন তবে সেটা দিতে হবে লাল রঙের বক্স আছে DA এর পাশের ড্রপ         ডাউন বক্স। 2) REMARKS বক্স। এখানে আপনার স্টেটমেন্ট এ কোনো রিমার্ক দিতে চাইলে এন্ট্রি করুন।

৪) TAX ASSESMENT(TDS):- এই শিটের সকল ডেটা ডেটা এন্ট্রি থেকেই আসবে। তাই এখানে পরিবর্তন করার মতন কোনো সেল নেই। চেক করে প্রিন্ট করুন।

৫) TAX ASSESMENT(BY CHALLAN) :-এই শিটের সকল ডেটা ডেটা এন্ট্রি থেকেই আসবে। তাই এখানে পরিবর্তন করার মতন কোনো সেল নেই। চেক করে প্রিন্ট করুন।

 

৬) FORM 16 :- এই শিটের প্রায় সকল ডেটা ডেটা এন্ট্রি থেকেই আসবে। তাই এখানে পরিবর্তন করার মতন কোনো সেল কয়েকটি আছে যেমন TDS CERTIFICATE, এমপ্লয়ার এর PAN, একনলেজমেন্ট নাম্বার,ডেট,চালানে জমা করলে তার ডিটেইলস। নিচে ডিক্লারেশন এর কিছু ফাঁকা জায়গা থাকবে।         সেগুলি প্রিন্ট করার পর ম্যানুয়ালি ফিলাপ করতে হবে। চেক করে প্রিন্ট করুন।

৭) PAY SLIP :- এই শিটের প্রায় সকল ডেটা ডেটা এন্ট্রি থেকেই আসবে। তাই এখানে পরিবর্তন করার মতন কোনো সেল শুধুই মাস আর লাল রঙের is/was অপশন। যে মাসের স্লিপ চাইবেন সিলেক্ট করুন ড্রপ ডাউন মেনু থেকে।চেক করে প্রিন্ট করুন।

৮) CONSOLIDATED TAX STATEMENT :- এই শিটের সকল ডেটা ডেটা এন্ট্রি থেকেই আসবে। তাই এখানে সাদা বক্স গুলো পরিবর্তনশীল । ওগুলিতে ডাটা এন্ট্রি    করুন। ক্যালকুলেশন অটোমেটিক হবে। মনে রাখতে হবে নতুন ট্যাক্স রিজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন নেই। তাই ওটা 0 করলেই নতুন রিজিমে গণনা হবে। চেক করে     প্রিন্ট করুন।

৯) ROPA 19 TABLE :- এখানে রোপা 19 এর টেবিলটি দেয়া থাকলো। কারো বেসিক চেক করতে চাইলে টেবিলটি থেকে দেখে নিতে পারেন।

 ১০) DOCUMENTATION (THIS SHEET) :- এই শীটে এই সফটওয়ারের ব্যবহার প্রণালী সাথে কিছু রেফারেন্স ছবি ও নিয়ম দেয়া আছে। সফ্টওয়ারটি ব্যবহার করার আগে ব্যবহার প্রণালী ভালো করে পড়ুন কাজ করতে সুবিধা হবে। 


কি ভাবে কাজ করবেন ভিডিওতে নীচের ভিডিওতে দেখে নিতে পারেন

Blog of Utpal Majumdar : https://utpalmajumdar.blogspot.com/

Sunday, October 18, 2020

Training Materials for Bihar Assembly General Election 2020

 Training Materials for Bihar Assembly General Election 2020

you can go to the Bihar Election commission website for different training materials  by clicking the link. Training Materials for Bihar Assembly

But in the official website of Bihar Election commission provide only the PPT or power point presentation of the the training materials. If you want to better understanding different activity of the or how to fill up different forms during or after election or different works of election then please visit ShafTech   or you can directly go to the play list of the Election Training  or Election Training 2020 .

Or the Different Video links are given below : 


👉विधानसभा चुनाव में फॉर्म 17C कैसे भरें | How to fill up form Form 17C in bidhansava election 

👉 पीठासीन की डायरी कैसे भरे| How to Fill Up Presiding Officers diary PRO Dairy Bidhansava Election in Hindi

👉.Post Poll Scrutiny Report-

👉.Duty of 3rd polling officer- Election Training 👉.Duty of 2nd Polling Officer | how to fill UP 17A | Voters Register |Voters slip - in HINDI - 👉.how to fill UP From 17C in hindi -

👉This video describe what are the duty of a 1st Polling officer during the Election . 👉.Tally Sheet For Male Female Count :

👉 Duty of 2nd Polling Officer | how to fill UP 17A | Voters Register | Voters slip - in HINDI -


👉Voteres Turnout Report or PS 05 in Hindi

👉 Which Form in Which Packet will be packed after VOTE -चुनाव के बाद कौन सा फार्म किस पैकेट में

👉How to connect BU CU and VVPAT and cause of not working of voting machine due to connection




#PRO_dairy #Election2020 #ElectionTraining #BidhansavaElection

Thursday, September 24, 2020

i-OSMS ওয়েব সাইটে আসতে চলেছে আরও একটি নতুন মডিউল Sanctioned Post Module

 i-OSMS  ওয়েব সাইটে আসতে চলেছে আরও একটি নতুন মডিউল Sanctioned Post Module.  এই মডিউলে প্রত্যেক বিদ্যালয়ে এখন পর্যন্ত যত পোস্ট Sanction  হয়ে আছে তার সমস্ত তথ্য আপলোড করতে হবে i-osms ওয়েব সাইটে। এর জন্য বিদ্যালয়ের সমস্ত পোস্ট Sanction মেমো ও তাদের সমস্ত তথ্য দিতে হবে নির্দিষ্ট ফর্মে । 


সব থেকে প্রথমে দিতে হবে Sanctioned Post এর মেমো নাম্বার , তারিখ অ সেই মেমো তে উল্লেখিত পোস্টের ডিটেইল । অর্থাৎ সেই পোস্টে কতজনের বা কতগুলি পোস্টে আছে , কি প্রকৃতির সেই পোস্টগুলির সমস্ত  তথ্য দিতে হবে ও সাবমিট করতে হবে ।

সব পোস্টের তথ্য দেওয়ার পর সেই সব মেমোগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে । যদি সেই মেমো এর কপি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই পোস্টের  আনুসাঙ্গিক প্রমান দিতে হবে । যেমন Approval DI এর , MC এর রেজুলেশন বা পুরানো কোন রেকর্ড আপলোড করতে হবে ।

সমস্ত তথ্য দেওয়ার পর সব তথ্য সাবমিট করার পর একটি পেজ আসবে সেখানে সমস্ত তথ্য থাকবে সেটিকে প্রিন্ট করে HM  এর স্বাক্ষরের জাগাতে স্বাক্ষর করবেন অ সেটিকে পুনরায় স্ক্যান করে আপলোড করবেন । মনে রাখবেন সমস্ত স্ক্যান পি ডি এফ এর সাইজ কিন্তু ৫০০ কে.বি এর বেশী হলে হবে না ।

সমস্ত তথ্য দেওয়ার পর সব তথ্য দেখাবে। সমস্ত তথ্য ঠিক থাকলে ফাইনালাইজ করে দিন । ও যে প্রিন্ট আউট বেরোবে তা জাম দিতে হবে ডি.আই আফিসে ।

বিশদে জানতে ভিডিও টি দেখুন ঃ




Saturday, July 18, 2020

Full admissible House Rent Allowance to both husband and wife in case where both the husband and wife are teaching/non-teaching employees or one of them is a teaching/n-m-teaching employees of West Bengal Education Department


Government of .West Bengal
School Education Department
(Budget Branch)
Bikash Bhavan, Salt Lake, Kolkata 700091

No.538-S.E(B)/lM-67/03                            Dated., the 24th October, 2007.
M E M 0 R A N D U M

The question of extending the benefit of full admissible House Rent Allowance to both husband and wife in case where both the husband and wife are teaching/non-teaching employees or one of them is a teaching/n-m-teaching employees .of an approved non—Govt./ approved educational institutions including libraries and employees of district Primary Educational Council and other spouse is an employee of a State Govt./Central Govt. /Public Elder takings/Local Bodies etc. and in case where they live in separate establishments at their respective working stations at a distance of more than 250 kms. (two hundred and fifty kilometers) from one another has been under active considerations of the Govt. for sometime.

2. Governor, after careful consideration, is Pleased to decide that where both the husband and wife are teaching/non-teaching employees or one of them is a teaching/non-teaching employee of an approved non-Govt. /approved educational institutions including libraries and employees of Dist.Primary Educational Council an'1 other spouse is an employee of a State Govt./Central Govt. /Public under takings/Local Bodies etc. and in ease where they live in separate establishments at their respective working stations at a distance of more then 250 kms. (Two hundred and Fifty kilo meters ) each other, the benefit of full - admissible HRA to both husband and wife will be allowed subject to a maximum of b. 2,000/-- per month to the following Conditions:-       
1)    That they would give full address of their working Places mentioning the nearest railway station/bus terminus and the actual distance of the working Place from the railway station or main bus terminus.
2)    That/they should produce the original rent receipt/ certificate of Prodhan of Gram Panchayat/tax receipts etc. in their individual names.
3)    They will be liable to intimate any change of their place pf work within 15 days of joining in new place/(s) to the authority allowing such benefit and also to the " D.D.O. The operation of G.0. sanctioning this benefit will automatically cease to exist from the date of changes of place of posting of either of the spouse and D.D.O  will allow after change of working place such amount as -HRA to the incumbent as will be admissible ad Per normal rules.
4)    After being satisfied, the of the Concern  Managing Committee of the institution will recommended the case of the state Govt. in the School Department through the proper channel for allowing the  full admissible HRA to the incumbent.

3.  This has the concurrence of the Finance Department Group-p (Service) vide their G.O No. 3675 dated 28.09.2007

                                                                             SD- S. Mahapatra
                                                          Joint Secretary to the Govt. of West Bengal
No- 533/1(6) SE(B)

1)      D.I. of Schools (S.E)                                                       ;
2)     D.I.of Schools(PE)
3)     The Director of School Educations West Bengal.
4)        The Dy.Director of School Education(G. A) , West Bengal.
5)     Finance Department  Group-p (Service) .Writers Building .-Kolkata 70 0001
6)     Assistant Secretary, Budget Branch/Secondary Branch/ Primary Branch, School Education Department. . .
         sd /- S. Mahapatra
Joint Secretary to the Govt, of West Bengal
Copy forwarded for information and necessary action to:
The Dist.Inspector of Schools (S.E) ,









Monday, July 6, 2020

Activity task for all the classes in short pages class IX,

মিড ডে মিলের সাথে যে অ্যাক্টিভিটি টাস্ক দিতে বলেছে শিক্ষা দপ্তর তা দিতে গেলে আনেক গুলি পৃষ্টার প্রয়োজন । তাই সেটিকে যতটা সম্ভব কম পেজের মধ্যে করে তা পি ডি এফ আকারে দিলাম । নীচের লিংক থেকে সেই পেজ গুলো ডাউনলোড করে নিতে পারেন ।



Please Subscribe the channel : www.youtube.com/shaftech  for support




 বিভিন্ন ক্লাসের টিউটোরিয়াল ক্লাসের লিঙ্ক নীচে দেওয়া হল ঃ

👉নবম শ্রেণীর গণিত ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড, পর্ব -2 কষে দেখি ১৫.২ Perimeter and Area of Triangle for Class nine Koshe dekhi West Bengal Board of Secondery in Beng: https://youtu.be/7LZygbST4Ag

👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -১ ( Perimeter and Area of Triangle for Class nine) : https://youtu.be/ngAFmZPxH78 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -২( Perimeter and Area of Triangle for Class nine )- https://youtu.be/2-lZd3YbLNc
👉জীবন বিজ্ঞান -কোশ বিভাজন - দশম শ্রেণী -Cell Division and Different Stages of cell division - in Bengali -https://youtu.be/ylo6b228fmI

👉 দশম শ্রেণী - জীবন বিজ্ঞান - ক্রোমোজোম - পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদঃ পর্ব ১- https://youtu.be/JHF2MvQd3W8 👉 দশম শ্রেণী - জীবন বিজ্ঞান - ক্রোমোজোমের গঠন - পর্ব ২ - পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ: পর্ব ২ https://youtu.be/c--lUpKYeMQ 👉দশম শ্রেণী - জীবন বিজ্ঞান -কোশ বিভাজন - পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ -পর্ব -৩: https://youtu.be/sO-EpOWRyWs 👉 তড়িৎ বিশ্লেষণ দশম শ্রেণী Electrolysis physical Science of class X west Bengal: তড়িৎ বিশ্লেষণ দশম শ্রেণী Electrolysis physical Science of class X west Bengal 👉নীল বিদ্রোহের কারন , ফলাফল ও বৈশিষ্ট্য - ইতিহাস - পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদঃ https://youtu.be/liqjtoNUP4A 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -১ ( Perimeter and Area of Triangle for Class nine) : https://youtu.be/ngAFmZPxH78 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -২( Perimeter and Area of Triangle for Class nine )- https://youtu.be/2-lZd3YbLNc 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -৩( Perimeter and Area of Triangle for Class nine )- https://youtu.be/7LZygbST4Ag 👉 দশম শ্রেণী- ভৌতবিজ্ঞান - রাসায়নিক বন্ধন | উপ এককঃ আয়নিক বন্ধন - পশ্চিবঙ্গ মাধ্যমিক পর্ষদ: C 👉 Class X Chapter 8 2 Chemical bonding Sub part Ionic bond of WBBSE bengalihttps://youtu.be/ViH05tTfE1M

👉 Encoder Octal to Binary Encoder and Decimal to Binary Encoder Computer Application Digital Electronics ঃ https://youtu.be/yKYEywB2q3U 👉 Decoder : 2X4 Decoder and 3X8 decoder Logic gate and Circuit - class XII : https://youtu.be/jJhlfTlno0k 👉Multiplexer 4X1 multiplexer and 8X1 Multiplexer Digital Electronic logic gate and combination circuit : https://youtu.be/lo2lYR0vSkQ 👉 হাফ সাবট্র্যাক্টর ও ফুল সাবট্র্যাক্টর কি , কি ভাবে ট্রুথ টেবিল কি হবে , কি ভাবে ট্রুথটেবিল থেকে বুলিয়ান ফাংশন বের করবে ও সার্কিটটি আঁকবে । How to drive equation from truth table truth table and design Half Subtractor and Full Subtractor : https://youtu.be/MeaC8l8x6Hc 👉হাফ অ্যাডার ও ফুল অ্যাডার - এর ট্রুথ টেবিল , লজিক সার্কিট তৈরী Half Adder and Full Adder Logic Gate and Combinational Circuit Class XII : https://youtu.be/eGz7YXivVeA 👉 Design or make basic gate AND , OR , NOT using NAND and NOR and detail of XOR and XNOR gate of Computer: part 3 : https://youtu.be/B43FE-wssro 👉 Basic Gate AND , OR NOT BengaliBasic Logic Gate - AND, OR , NOTwaste Bengal council of Higher Secondary Education : part 2 : https://youtu.be/JqguoyqOHPA 👉 3 input Gate, NAND , NOR gate Computer Application CLASS XII WBCHSE BengaliLogic Gate and Combination circuits- part 1 Class XI XII : https://youtu.be/jpmIf4p7tr8 👉 Modern Computer Application for class XII Syllabus and Question pattern : https://youtu.be/vq2MMozQteQ


Saturday, July 4, 2020

Activity task for all the classes in short pages

মিড ডে মিলের সাথে যে অ্যাক্টিভিটি টাস্ক দিতে বলেছে শিক্ষা দপ্তর তা দিতে গেলে আনেক গুলি পৃষ্টার প্রয়োজন । তাই সেটিকে যতটা সম্ভব কম পেজের মধ্যে করে তা পি ডি এফ আকারে দিলাম । নীচের লিংক থেকে সেই পেজ গুলো ডাউনলোড করে নিতে পারেন ।



Please Subscribe the channel : www.youtube.com/shaftech  for support
বাকী তৃতীয় টাস্ক এর জন্য ক্লিক করুন 




 বিভিন্ন ক্লাসের টিউটোরিয়াল ক্লাসের লিঙ্ক নীচে দেওয়া হল ঃ

👉নবম শ্রেণীর গণিত ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড, পর্ব -2 কষে দেখি ১৫.২ Perimeter and Area of Triangle for Class nine Koshe dekhi West Bengal Board of Secondery in Beng: https://youtu.be/7LZygbST4Ag

👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -১ ( Perimeter and Area of Triangle for Class nine) : https://youtu.be/ngAFmZPxH78 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -২( Perimeter and Area of Triangle for Class nine )- https://youtu.be/2-lZd3YbLNc
👉জীবন বিজ্ঞান -কোশ বিভাজন - দশম শ্রেণী -Cell Division and Different Stages of cell division - in Bengali -https://youtu.be/ylo6b228fmI

👉 দশম শ্রেণী - জীবন বিজ্ঞান - ক্রোমোজোম - পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদঃ পর্ব ১- https://youtu.be/JHF2MvQd3W8 👉 দশম শ্রেণী - জীবন বিজ্ঞান - ক্রোমোজোমের গঠন - পর্ব ২ - পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ: পর্ব ২ https://youtu.be/c--lUpKYeMQ 👉দশম শ্রেণী - জীবন বিজ্ঞান -কোশ বিভাজন - পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ -পর্ব -৩: https://youtu.be/sO-EpOWRyWs 👉 তড়িৎ বিশ্লেষণ দশম শ্রেণী Electrolysis physical Science of class X west Bengal: তড়িৎ বিশ্লেষণ দশম শ্রেণী Electrolysis physical Science of class X west Bengal 👉নীল বিদ্রোহের কারন , ফলাফল ও বৈশিষ্ট্য - ইতিহাস - পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদঃ https://youtu.be/liqjtoNUP4A 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -১ ( Perimeter and Area of Triangle for Class nine) : https://youtu.be/ngAFmZPxH78 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -২( Perimeter and Area of Triangle for Class nine )- https://youtu.be/2-lZd3YbLNc 👉নবম শ্রেণীর গণিত - ত্রিভূজের পরিসীমা ও ক্ষেত্রফল - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পর্ব -৩( Perimeter and Area of Triangle for Class nine )- https://youtu.be/7LZygbST4Ag 👉 দশম শ্রেণী- ভৌতবিজ্ঞান - রাসায়নিক বন্ধন | উপ এককঃ আয়নিক বন্ধন - পশ্চিবঙ্গ মাধ্যমিক পর্ষদ: C 👉 Class X Chapter 8 2 Chemical bonding Sub part Ionic bond of WBBSE bengalihttps://youtu.be/ViH05tTfE1M

👉 Encoder Octal to Binary Encoder and Decimal to Binary Encoder Computer Application Digital Electronics ঃ https://youtu.be/yKYEywB2q3U 👉 Decoder : 2X4 Decoder and 3X8 decoder Logic gate and Circuit - class XII : https://youtu.be/jJhlfTlno0k 👉Multiplexer 4X1 multiplexer and 8X1 Multiplexer Digital Electronic logic gate and combination circuit : https://youtu.be/lo2lYR0vSkQ 👉 হাফ সাবট্র্যাক্টর ও ফুল সাবট্র্যাক্টর কি , কি ভাবে ট্রুথ টেবিল কি হবে , কি ভাবে ট্রুথটেবিল থেকে বুলিয়ান ফাংশন বের করবে ও সার্কিটটি আঁকবে । How to drive equation from truth table truth table and design Half Subtractor and Full Subtractor : https://youtu.be/MeaC8l8x6Hc 👉হাফ অ্যাডার ও ফুল অ্যাডার - এর ট্রুথ টেবিল , লজিক সার্কিট তৈরী Half Adder and Full Adder Logic Gate and Combinational Circuit Class XII : https://youtu.be/eGz7YXivVeA 👉 Design or make basic gate AND , OR , NOT using NAND and NOR and detail of XOR and XNOR gate of Computer: part 3 : https://youtu.be/B43FE-wssro 👉 Basic Gate AND , OR NOT BengaliBasic Logic Gate - AND, OR , NOTwaste Bengal council of Higher Secondary Education : part 2 : https://youtu.be/JqguoyqOHPA 👉 3 input Gate, NAND , NOR gate Computer Application CLASS XII WBCHSE BengaliLogic Gate and Combination circuits- part 1 Class XI XII : https://youtu.be/jpmIf4p7tr8 👉 Modern Computer Application for class XII Syllabus and Question pattern : https://youtu.be/vq2MMozQteQ


West Bengal SSC SLST 2016 Syllabus pdf Download Available here

  পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২০২৫ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন মাধ্যমিক বি...