Like & share

Showing posts with label HS remaining paper schedule. Show all posts
Showing posts with label HS remaining paper schedule. Show all posts

Wednesday, May 20, 2020

বাকি উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচী কোন দিন কোন বিষয় - WB_H.S_2020 ( REMAINING PAPERS

#WB_H.S_2020 ( REMAINING PAPERS )*

আবশেষে উচ্চমাধ্যমিকের বাকী পরীক্ষার দিন ঘোষণা করা হল । ঘোষণা করলেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি দিনে পরীক্ষা গুলি হবে । ২৯ শে জুন ২০২০, ২রা জুলাই ২০২০ ও ৬ই জুলাই ২০২০।
এর সাথে তিনি আরও বলেন কি ভাবে এই পরীক্ষা নেওয়া হবে এই করোনা উপদ্রবে । কোন পরীক্ষা কেন্দ্রেয় থাকবে না ৮০ জনের বেশী পরীক্ষার্থী । তাই আরও আনেক গুলি কেন্দ্র শনাক্ত করে রাখা হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে । কি বলেছেন শিক্ষামন্ত্রী দেখুন ঃ




ছাত্র ছত্রীদের নিজদের স্যানিটাইজার বোতল নিয়ে যেতে হবে । এছাড়া প্রত্যেকে মাস্ক পরে যেতে হবে ।

এই দিন গুলি  পরীক্ষার সম্ভাব্য সূচী    বলা হচ্ছে কারন পরিস্থিতি অনুসারে হয়তো পরিবর্তন হতে পারে তাই ।

👉#২৯শে_জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।

👉#২রা_জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ।

👉#৬ই_জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

West Bengal SSC SLST 2016 Syllabus pdf Download Available here

  পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২০২৫ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন মাধ্যমিক বি...