Like & share

Wednesday, November 25, 2020

উচ্চমাধ্যমিক ২০২১ এর সিলাবাস কমানো হল ৩০ থেকে ৩৫%

 ছটো করা হল উচ্চমাধ্যমিক ২০২১ এর সিলেবাস ।শিক্ষামন্ত্রী এর ঘোষণার পরেপ্রেই উচ্চমাধ্যমিক কাউন্সিল বের করল নোটিফিকেশন । এই নোটিফিকেশন  উচ্চমাধ্যমিকের কোন কোন বিষয়ে কোন কোন অংশ থাকবে না তা বলে দেওয়া হয়েছে ।

মোটা মুটি ভাবে ৩০% পর্যন্ত সিলেবাস কমানো হয়েছে । বিভিন্ন শিক্ষক সংগঠন বার বার করোনা পরিস্থিতি এর জন্য সিলেবাসে এর কাটছাঁটের কথা বলা হচ্ছে । আজ শিক্ষামন্ত্রী তাতে সিলমোহর দিলেন।
তবে একন পর্যন্ত কিন্তু কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তা এখনো জানানো হয় নি । তার ফলে ছাত্রছাত্রীরা দুঃচিন্তাগ্রস্থ । তবে সিলেবাস কমানোর ফলে এই পরিস্থিতে কিছুটা হলেও স্বস্তি পাবে।


সিলেবাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য ঃ 



 

No comments:

Post a Comment

WBCHSE all subject's subject code

WBCHSE all subject subject code Set I Physics (PHYS) or Nutrition (NUTN) Chemistry (CHEM)or Geograph y (GEGR) Economics (ECON) or...