Like & share

Monday, November 25, 2019

How to update Service book after Transfer from one school to another for teacher of West Bengal

পশ্চিম বঙ্গের শিক্ষকেরা বিদ্যালয় পরিবর্তনের সময় কি ভাবে সার্ভিস বুক আপডেট করবেন ?
সার্ভিস বুক যে কোন সরকারী চাকুরিজীবির কাছে  অত্যন্ত গুরুত্বপূর্ন । তাই সার্ভিস বুকে কোন প্রকার ভুল যাতে না থাকে সেটাতে নজর দিতে হেবে । যখন কোন শিক্ষক কোন বিদ্যালয় থেকে ট্রান্সফার বা উচ্চপদে চাকরি পেয়ে অন্য বিদ্যালয়ে যান তখন তার সার্ভিস বুককে যেমন  পুরানো স্কুল দ্বারা সার্টিপায় করিয়ে নিতে হয় , আর যদি জেলা পরিবর্তন করেন তাহলে সার্ভিস বুক জেলা পরির্দশক দ্বারা কাউন্টার সাইন করিয়ে নিতে হবে নতুন বিদ্যালয়ে সার্ভিস বুক নিয়ে যাওয়ার আগে ।
প্রথেমে আপানর পুরাতন বিদ্যালয়ের ত্যাগের দিন পর্যন্ত সমস্ত তথ্য আপডেট করে নিনি ।
তার পর প্রধান শিক্ষক দ্বারা সেই সব প্রতায়িত করে স্বাক্ষর করিয়ে নিন।
সার্ভিস বুকে সার্টিফিকেট লিখিয়ে প্রধান শিক্ষক দ্বারা সেই সব প্রতায়িত করে স্বাক্ষর করিয়ে নিন।

কি ভাবে এই সার্ভিস বুক লিখবেন তা দেখুন ভিডিওতে ।



১।এ ছাড়াও সার্ভিস বুক সম্বন্ধীয় আরও  ভিডিও দেখুন ঃ
কী ভাবে পশ্চিম বঙ্গের শিক্ষকরা সার্ভিস বুক লিখবেন


২। কী ভাবে পশ্চিম বঙ্গের শিক্ষকরা সার্ভিস বুক লিখবেন - লিভ অ্যাকাউন্ট



রোপা ২০১৯ লাগু হওয়ার পরে কি ভাবে Service Book আপডেট করবেন

No comments:

Post a Comment

Compensatory Leave for Sunday for Examiner/Head Examiner of West Bengal Board of Secondary Education

 রবিবার এর জন্য Compensatory Leave পাওয়া যাবে নং: DS(C)/050/25 তারিখ: ২২.০২.২০২৫ বিজ্ঞপ্তি মাধ্যমিক পরীক্ষা (এসই), ২০২৫-এর পরীক্ষক/প্রধান প...