যদি আপনার চাকরিতে যোগদানের সময় ০১/০১/২০১৬ এর আগে হয় তাহলে
সবথেকে প্রথমে আপনার ০১/০১/২০১৬ তে কি বেসিক ছিল তা লিখুন ।
এবার সেই বেসিক কে ২.৫৭ দিয়ে গুন করুন । মনে করুন বেসিক ৯২৮০( পে ব্যান্ড পে + গ্রেড পে) টাকা ও গ্রেড পে ১৮০০।
তাহলে তা ২.৫৭ দিয়ে গুন করার পর তা দাঁড়াবে ঃ ৯২৮০X ২.৫৭= ২৩৬৬৯.৭০
তাকে রাউন্ডআপ করে নিলে দাঁড়ায় = ২৩৬৭০।
এবার আমাদের ১৮০০ এর পে মেট্রিক্স তেবিল তি দেখতে হবে সেটা কোন লেভেলে গিয়ে ফিট হচ্ছে ।
উপরের পে মেট্রিক্সের দেখতে পাচ্ছেন যে ১৮০০ বেসিক পে এর লেভেল হল ২ নাম্বার । এবার সেই লাইনে আমাদের খুজতে হবে ২৩৬৭০ এর সমান বা তার থেকে বেশি কোন বেসিক হবে । এখানে ১২ নাম্বার লেভেলে লাল করে গোল করা বেসিক মানে ২৪৩০০ টি হচ্ছে সেই বেসিক ।তাই ০১/০১/২০১৬ তে সেই ব্যক্তির নতুন বেসিক হবে ২৪৩০০।
এর পর ০১/০৭/২০১৬ তে বেসিক = ২৫০০০
০১/০৭/২০১৭ তে বেসিক =২৫৮০০
০১/০৭/২০১৮ তে বেসিক =২৬৬০০
০১/০৭/২০১৯ তে বেসিক =২৭৪০০
০১/০১/২০২০ তে বেসিক =২৭৪০০
এই বেসিকের সাথে ১২% হাউস রেন্ট অ্যালাউন্স = ৩২৮৮
ম্যাডিক্যাল অ্যালাউন্স = ৫০০
তাহলে ডি এ ছাড়া মোট বেতন =৩১,১৮৮
ফাইলকে ডাউনলোড করার জন্যক্লিক করুন
কি করে হিসেব করবেন দেখুন ভিডিওতেঃ
মুখ্য মন্ত্রীর ঘোষণা :
No comments:
Post a Comment