Like & share

Wednesday, April 26, 2017

চালু হল e-Pension ওয়েবসাইট । কি ভাবে করতে হবে জানুন



 চালু হল রাজ্য সরকারি ও আনুদান প্রাপ্ত বিদ্যালয় গুলির জন্য e-Pension ওয়েবসাইট । এবার থেকে আর আনেক আগে থেকে আর কাগজ পত্র তৈরী করে এ আই আর ডি আই আফিসে দৌড়তে হবে না । তার বদলে আপনাকে আপনার সমস্ত তথ্য অনলাইনে ফিলআপ করতে হবে । https://wbepension.gov.in/e_Pension/index এই ওযেবসাইটে। প্রতেক শিক্ষককে একটি করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে । সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে যে ব্যাক্তি অবসর নিচ্ছেন তার তথ্য পর পর দিতে হবে । প্রত্যেক অ্যাপ্লিকেশন এ একটি করে অ্যাপ্লিকেশন আইডি তৈরী হবে । পুরো অ্যাপ্লিকেশন টি ফিলাপ করা শেষ হলে একটি পি ডি এফ ফাইলে আকারে আপনার দেওয়া তথ্য গুলি ডাউনলোড করতে পারবেন ।যা তার পর সেই ফরম যাবে প্রাধান শিক্ষকের কাছে তিনি যাবতীয় তথ্য যাছাই করে সেটিকে ফরওয়ার্ড করবেন ।
কি করে পুরো কাজটি হবে তা ভিডিওতে দেখুন ।


loading...

No comments:

Post a Comment

Compensatory Leave for Sunday for Examiner/Head Examiner of West Bengal Board of Secondary Education

 রবিবার এর জন্য Compensatory Leave পাওয়া যাবে নং: DS(C)/050/25 তারিখ: ২২.০২.২০২৫ বিজ্ঞপ্তি মাধ্যমিক পরীক্ষা (এসই), ২০২৫-এর পরীক্ষক/প্রধান প...