Like & share

Wednesday, May 20, 2020

বাকি উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচী কোন দিন কোন বিষয় - WB_H.S_2020 ( REMAINING PAPERS

#WB_H.S_2020 ( REMAINING PAPERS )*

আবশেষে উচ্চমাধ্যমিকের বাকী পরীক্ষার দিন ঘোষণা করা হল । ঘোষণা করলেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি দিনে পরীক্ষা গুলি হবে । ২৯ শে জুন ২০২০, ২রা জুলাই ২০২০ ও ৬ই জুলাই ২০২০।
এর সাথে তিনি আরও বলেন কি ভাবে এই পরীক্ষা নেওয়া হবে এই করোনা উপদ্রবে । কোন পরীক্ষা কেন্দ্রেয় থাকবে না ৮০ জনের বেশী পরীক্ষার্থী । তাই আরও আনেক গুলি কেন্দ্র শনাক্ত করে রাখা হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে । কি বলেছেন শিক্ষামন্ত্রী দেখুন ঃ




ছাত্র ছত্রীদের নিজদের স্যানিটাইজার বোতল নিয়ে যেতে হবে । এছাড়া প্রত্যেকে মাস্ক পরে যেতে হবে ।

এই দিন গুলি  পরীক্ষার সম্ভাব্য সূচী    বলা হচ্ছে কারন পরিস্থিতি অনুসারে হয়তো পরিবর্তন হতে পারে তাই ।

👉#২৯শে_জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।

👉#২রা_জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ।

👉#৬ই_জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

WBCHSE all subject's subject code

WBCHSE all subject subject code Set I Physics (PHYS) or Nutrition (NUTN) Chemistry (CHEM)or Geograph y (GEGR) Economics (ECON) or...